Monday, February 1, 2010

গুগল এডসেন্স নিয়ে আমাদের ১৪টি ভূল ধারনা

আমরা সবাই কম-বেশি ইন্টারনেটে টাকা কামাতে আগ্রহী। আর তাই আমাদের প্রথম টার্গেট গুগল এডসেন্স। কোনোমতে একটা ব্লগ কিংবা ওয়েবসাইট খুলে তিন চারটা এ্যাড বসিয়ে টাকার জন্য অপেক্ষা করতে থাকি। কিংবা টাকা কামানোর স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তারপর এক সময় ভূল পদক্ষেপ নিতে থাকি কিংবা এডসেন্স ছেড়ে অন্য ওয়েবসাইটের পথ ধরি।

গুগল আসলে কি চায়? গুগল কনটেন্ট ভালবাসে। কনটেন্ট বলতে এখানে শুধুমাত্র লেখাকে বুঝাচ্ছি – ছবি, গান, ভিডিও – এসবের কোনোটারই মূল্য নাই গুগলের কাছে। আপনি কখনই গুগল থেকে ভিজিটর পাবেন না যদি না আপনার ওয়েবসাইট উচ্চমানের কনটেন্ট থাকে – নিজের কনটেন্ট লিখুন … কপি পেষ্ট কনটেন্ট দিয়ে চলবে না। বানান ভূল থেকে বিরত থাকুন, অহেতুক keyword ব্যবহার করবেন না ইত্যাদি ইত্যাদি। নিচের কয়েকটি কারনে গুগলের একাউন্ট ব্যান হতে পারে কিংবা পরিশ্রম অনুযায়ী আয় থেকে বঞ্চিত হচ্ছেন।

১. শুধুমাত্র সার্চ ইঞ্জিনের জন্য ব্লগ বানালে চলবে না, কারন সার্চ ইঞ্জিন বড়জোর পাঠককে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে কিংবা ক্লিক কিন্তু পাঠকই করবে। তাই লেখার সময় পাঠক এবং সার্চ ইঞ্জিন দু’টোকেই মনে রাখুন। পাঠক যাতে পড়ে স্বাচ্ছন্দ্য পায়, তাই পয়েন্ট আকারে, প্রয়োজনে ছবি দিয়ে ব্লগ পোষ্ট করুন।

২. শুধুমাত্র টাকা কামানোর উদ্দেশ্য থেকে ব্লগ বানানো থেকে বিরত থাকুন।

৩. High Paying Keyword Niche টার্গেট করে ব্লগ বানিয়েছেন, কিন্তু সে অনুযায়ী ব্লগে কনটেন্ট নাই।

৪. অনলাইনে টাকা কামানো সহজ কাজ, এই ভেবে ব্লগ বানিয়েছেন আর ভেবেছেন – পাঠক হুড়োহুড়ি করে আপনার ওয়েবসাইটে আসবে আর ক্লিক করা শুরু করবে।

৫. নিজে নিজে বুদ্ধি করে একটা একটা করে ক্লিক করেন কিংবা অন্যকে ক্লিক করতে উৎসাহিত করেন।

৬. পড়তে অসুবিধা হয় এমন উৎকট ডিজাইন, অপ্রয়োজনীয় ছবি, শব্দ, widgets ব্যবহার করেছেন।

৭. এডসেন্স ব্যবহার করছেন, কিন্তু এডসেন্সের Channel ব্যবহার করছেন না। তাই কোন এ্যাড থেকে কয় টাকা কামাচ্ছেন, তা বুঝতে পারছেন না।

৮. গুগলের নিয়মকানুন কখনো পড়েননি – যেকোন সাইটেই এডসেন্স ব্যবহার করছেন।

৯. এমন কোনো পাতায় এ্যাড বসিয়েছেন, যেখানে কোনো কনটেন্টই নাই।

১০. একটির বেশি সচল এডসেন্স একাউন্ট খোলার চেষ্টা করছেন।

১১. অন্যদের CTR, Impressions, eCPM ইত্যাদি বলে দিয়েছেন।

১২. ছবির সাথেই গুগলের এ্যাড বসিয়েছেন – ভুলেও ছবির গা ঘেষে এ্যাড বসাবেন না।

১৩. অহেতুক এ্যাডের কোড পরিবর্তের চেষ্টা করবেন না। যদি পরিবর্তন করতেই হয়, তাহলে এডসেন্স একাউন্ট থেকেই পরিবর্তন করুন।

১8. এমন টপিক নিয়ে ব্লগ বানিয়েছেন, যার Cost Per Click (CPC) খুবই কম। তাই আপনার আয়ও কম।

No comments:

Post a Comment

'বাংলা হ্যাকস' (Bangla Hacks) ব্লগের ডানপাশে নিচেরদিকে উপরের ছবিটির উপরের দিকে থাকা তীরের (Arrow) মতো কোন কিছু দেখা যাচ্ছে কি?। যদি কোন লম্বা লেখা (Long Post) পড়তে পড়তে ব্লগের নিচের দিকে চলে যান, তাহলে এটার উপরে ক্লিক (Click) করে দেখুন, একেবারে উপরে চলে আসবেন। এমন হতে পারে যে ব্লগের কোন একটি পোস্ট (Post) বেশ বড়, সেক্ষেত্রে অনেক নিচে নেমে যাবার পর কোন কোন পাঠক ব্লগের উপরের অংশে আর ফিরে আসেন না। তারা সরাসরি ব্লগ বন্ধ করে দেন। এই জাতীয় পাঠকদেরকে ব্লগে ধরে রাখার জন্য এই বোতামটি খুব উপকারী।

'উপরে ফিরে আসুন' বা 'মেনুতে ফিরে যান' (Go UP, Back to TOP) জাতীয় এই বোতামটি ব্লগার.কম (Blogger.com) এর ব্লগে স্থাপন করা খুব সহজ (Easy to Add)। সামান্য একটু কোড (HTML Code) ব্লগের খুব সহজে খুঁজে পাওয়া যায় এমন একটি জায়গায় স্থাপন করতে হবে। এজন্য Expand Widget Templates এর পাশে ক্লিক করতে হবে না।
  • ব্লগার.কম (Blogger.com) এ লগইন (Login) করুন।
  • Layout এর Edit HTML অংশে যান।
  • এইপাতার একেবারে শেষে/ নিচের অংশে লেখা রয়েছে

  • এই লেখাটির ঠিক উপরে (উপরের ছবিতে লাল তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে) নিচের কোডটি স্থাপন করুন। এই কোড একটি নতুন HTML/ JavaScript গেজেটেও স্থাপন করতে পারেন। অন্যকিছু রয়েছে তেমন HTML/JavaScript Gadget এর মধ্যেও কোডটুকু বসাতে পারবেন।

  • এবার সেভ (Save) করুন।
  • আপনার ব্লগে একটি 'উপরে যান' (Go up, Back to Top) বা 'মেনুতে ফিরে আসুন' ইত্যাদি নামের একটি সুবিধা স্থাপিত হয়ে গেছে।
  • কোডের http://sites.google.com/site/banglahacks/tools/bttp.jpeg অংশটি পাল্টিয়ে নিচের মনমতো ছবি স্থাপন করতে পারবেন। (আমার ব্লগের নীল রঙের উর্ধ্বমুখী তীরচিহ্নটির ডাইরেক্ট লিংক)
  • তীর চিহ্ন (Arrow sign) বা যে কোন কিছুর ছবি (Image) কোথাও আপলোড (Upload) করে {পোস্ট নং ০১ এবং পোস্ট নং ০২ একবার পড়ে নিতে পারেন} আপলোড করা ইমেজ ফাইলটির (Image File) ডাইরেক্ট লিংক (Direct Link) দিয়ে লাল রঙের বোল্ড (Bold) করা লাইনটি প্রতিস্থাপিত (Replace) করে সেভ (Save) করুন।