Monday, February 1, 2010

গুগল এডসেন্স একাউন্ট ব্যান এবং ওয়েবসাইট বিষয়ক একটি প্রসঙ্গ

অনেক সময়ই একটি প্রসঙ্গ বারবার উঠে আসে যে যদি কোনো ওয়েবসাইটের কারনে গুগল একাউন্ট ব্যান হয়ে যায় তাহলে ওই ওয়েবসাইটে আবার এডসেন্স ব্যবহার করা যায় কিনা?

পুরো ঘটনাটা একটু পরিষ্কার করেই বলি

ধরুন আপনার একটি এডসেন্স একাউন্ট আছে এবং সেটি ব্যবহার করে আপনি আপনার সাইটে বিজ্ঞাপন বসান। এখন ইচ্ছাকৃত হউক আর অনিচ্ছাকৃতই হউক কোনো কারনে আপনার গুগলের এডসেন্স একাউন্টটি বাতিল হয়ে গেল।

গুগল এডসেন্সের নিয়মমতে আপনি আর কখনই একাউন্ট খুলতে পারবেন না (যদিও একাধিকবার খোলা সম্ভব, সেটা অন্য ব্যাপার)। তাহলে কি আপনি আর কখনই ওই ওয়েবসাইটে কিংবা ওয়েবসাইটগুলোতে বিজ্ঞাপন বসাতে পারবেন না? আপনার বন্ধুর একটি এডসেন্স একাউন্ট আছে, তার এডসেন্স একাউন্ট থেকে এ্যাড বসালে কি তার একাউন্ট বাতিল হয়ে যাবে?

এই বিষয়ে আসলে কোথাও পরিস্কার করে কিছু বলা নেই। তাই কেউ যদি হ্যাঁ তা যেমন অনুমানের ভিত্তিতে বলে তেমনি না বললেও তা অনুমান থেকেই বলে।

আজকে ইন্টারনেটে ঘুরতে ঘুরতে একটি ব্লগে এই বিষয়ে একটি পোষ্ট পড়লাম এবং এখন পুরোপুরি নিশ্চিত যে ব্যান হওয়া ওয়েবসাইটেও এডসেন্স বসানো সম্ভব। পোষ্টের লেখক তার বন্ধুর এডসেন্স প্রসঙ্গে বলছেন। তার বন্ধুর একাউন্ট বাতিল হয়ে যাবার পর তিনি গুগলকে ইমেইল করে বলেন যে যেহেতু তার একাউন্ট বাতিল হয়ে গেছে এবং তিনি আর কখনই এডসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। তিনি কি কাউকে তার ওয়েবসাইটে এ্যাড বানানোর অনুমতি দিতে পারেন?

গুগল ফিরতি ইমেইলে জানিয়ে যে তিনি ইচ্ছা করলে তার বন্ধুর একাউন্ট ব্যবহার করতে পারেন এবং স্বাভাবিক নিয়মে বিজ্ঞাপন বসাতে পারেন। তাতে তার বন্ধুর কোনো সমস্যা নেই যতক্ষন না তিনি গুগলের নিয়মভঙ্গ করছেন।

এ থেকে কি শিক্ষা পেলাম

অনেকেই একাউন্ট বাতিল হয়ে যাবার পর আইপি এড্রেস পরিবর্তন, কম্পিউটার বদলানো, আইএসপি পরিবর্তন আরোও হাজারো পরিকল্পনা করছেন। আমার মনে হয় এত কিছু করার দরকার নেই। গুগল কিন্তু নিজেই দু’নম্বরী পথটি বাতলে দিয়েছে। আপনি ভিন্ন নামে একাউন্ট খুলেই আপনার ওয়েবসাইট বিজ্ঞাপন বসাতে পারবেন। এতে রাতের ঘুম হারামের কোনো দরকার নেই।

No comments:

Post a Comment

'বাংলা হ্যাকস' (Bangla Hacks) ব্লগের ডানপাশে নিচেরদিকে উপরের ছবিটির উপরের দিকে থাকা তীরের (Arrow) মতো কোন কিছু দেখা যাচ্ছে কি?। যদি কোন লম্বা লেখা (Long Post) পড়তে পড়তে ব্লগের নিচের দিকে চলে যান, তাহলে এটার উপরে ক্লিক (Click) করে দেখুন, একেবারে উপরে চলে আসবেন। এমন হতে পারে যে ব্লগের কোন একটি পোস্ট (Post) বেশ বড়, সেক্ষেত্রে অনেক নিচে নেমে যাবার পর কোন কোন পাঠক ব্লগের উপরের অংশে আর ফিরে আসেন না। তারা সরাসরি ব্লগ বন্ধ করে দেন। এই জাতীয় পাঠকদেরকে ব্লগে ধরে রাখার জন্য এই বোতামটি খুব উপকারী।

'উপরে ফিরে আসুন' বা 'মেনুতে ফিরে যান' (Go UP, Back to TOP) জাতীয় এই বোতামটি ব্লগার.কম (Blogger.com) এর ব্লগে স্থাপন করা খুব সহজ (Easy to Add)। সামান্য একটু কোড (HTML Code) ব্লগের খুব সহজে খুঁজে পাওয়া যায় এমন একটি জায়গায় স্থাপন করতে হবে। এজন্য Expand Widget Templates এর পাশে ক্লিক করতে হবে না।
  • ব্লগার.কম (Blogger.com) এ লগইন (Login) করুন।
  • Layout এর Edit HTML অংশে যান।
  • এইপাতার একেবারে শেষে/ নিচের অংশে লেখা রয়েছে

  • এই লেখাটির ঠিক উপরে (উপরের ছবিতে লাল তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে) নিচের কোডটি স্থাপন করুন। এই কোড একটি নতুন HTML/ JavaScript গেজেটেও স্থাপন করতে পারেন। অন্যকিছু রয়েছে তেমন HTML/JavaScript Gadget এর মধ্যেও কোডটুকু বসাতে পারবেন।

  • এবার সেভ (Save) করুন।
  • আপনার ব্লগে একটি 'উপরে যান' (Go up, Back to Top) বা 'মেনুতে ফিরে আসুন' ইত্যাদি নামের একটি সুবিধা স্থাপিত হয়ে গেছে।
  • কোডের http://sites.google.com/site/banglahacks/tools/bttp.jpeg অংশটি পাল্টিয়ে নিচের মনমতো ছবি স্থাপন করতে পারবেন। (আমার ব্লগের নীল রঙের উর্ধ্বমুখী তীরচিহ্নটির ডাইরেক্ট লিংক)
  • তীর চিহ্ন (Arrow sign) বা যে কোন কিছুর ছবি (Image) কোথাও আপলোড (Upload) করে {পোস্ট নং ০১ এবং পোস্ট নং ০২ একবার পড়ে নিতে পারেন} আপলোড করা ইমেজ ফাইলটির (Image File) ডাইরেক্ট লিংক (Direct Link) দিয়ে লাল রঙের বোল্ড (Bold) করা লাইনটি প্রতিস্থাপিত (Replace) করে সেভ (Save) করুন।