অনেক সময়ই একটি প্রসঙ্গ বারবার উঠে আসে যে যদি কোনো ওয়েবসাইটের কারনে গুগল একাউন্ট ব্যান হয়ে যায় তাহলে ওই ওয়েবসাইটে আবার এডসেন্স ব্যবহার করা যায় কিনা?
পুরো ঘটনাটা একটু পরিষ্কার করেই বলি
ধরুন আপনার একটি এডসেন্স একাউন্ট আছে এবং সেটি ব্যবহার করে আপনি আপনার সাইটে বিজ্ঞাপন বসান। এখন ইচ্ছাকৃত হউক আর অনিচ্ছাকৃতই হউক কোনো কারনে আপনার গুগলের এডসেন্স একাউন্টটি বাতিল হয়ে গেল।
গুগল এডসেন্সের নিয়মমতে আপনি আর কখনই একাউন্ট খুলতে পারবেন না (যদিও একাধিকবার খোলা সম্ভব, সেটা অন্য ব্যাপার)। তাহলে কি আপনি আর কখনই ওই ওয়েবসাইটে কিংবা ওয়েবসাইটগুলোতে বিজ্ঞাপন বসাতে পারবেন না? আপনার বন্ধুর একটি এডসেন্স একাউন্ট আছে, তার এডসেন্স একাউন্ট থেকে এ্যাড বসালে কি তার একাউন্ট বাতিল হয়ে যাবে?
এই বিষয়ে আসলে কোথাও পরিস্কার করে কিছু বলা নেই। তাই কেউ যদি হ্যাঁ তা যেমন অনুমানের ভিত্তিতে বলে তেমনি না বললেও তা অনুমান থেকেই বলে।
আজকে ইন্টারনেটে ঘুরতে ঘুরতে একটি ব্লগে এই বিষয়ে একটি পোষ্ট পড়লাম এবং এখন পুরোপুরি নিশ্চিত যে ব্যান হওয়া ওয়েবসাইটেও এডসেন্স বসানো সম্ভব। পোষ্টের লেখক তার বন্ধুর এডসেন্স প্রসঙ্গে বলছেন। তার বন্ধুর একাউন্ট বাতিল হয়ে যাবার পর তিনি গুগলকে ইমেইল করে বলেন যে যেহেতু তার একাউন্ট বাতিল হয়ে গেছে এবং তিনি আর কখনই এডসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। তিনি কি কাউকে তার ওয়েবসাইটে এ্যাড বানানোর অনুমতি দিতে পারেন?
গুগল ফিরতি ইমেইলে জানিয়ে যে তিনি ইচ্ছা করলে তার বন্ধুর একাউন্ট ব্যবহার করতে পারেন এবং স্বাভাবিক নিয়মে বিজ্ঞাপন বসাতে পারেন। তাতে তার বন্ধুর কোনো সমস্যা নেই যতক্ষন না তিনি গুগলের নিয়মভঙ্গ করছেন।
এ থেকে কি শিক্ষা পেলাম
অনেকেই একাউন্ট বাতিল হয়ে যাবার পর আইপি এড্রেস পরিবর্তন, কম্পিউটার বদলানো, আইএসপি পরিবর্তন আরোও হাজারো পরিকল্পনা করছেন। আমার মনে হয় এত কিছু করার দরকার নেই। গুগল কিন্তু নিজেই দু’নম্বরী পথটি বাতলে দিয়েছে। আপনি ভিন্ন নামে একাউন্ট খুলেই আপনার ওয়েবসাইট বিজ্ঞাপন বসাতে পারবেন। এতে রাতের ঘুম হারামের কোনো দরকার নেই।
No comments:
Post a Comment