Tuesday, April 6, 2010

Websit – এর বিজ্ঞাপনের হাত থেকে রেহাই নিন

আমরা যারা internet ব্রাউজিং করি তাদের একটি সমস্যায় পরতে হয় তা হল website-এর বিজ্ঞাপন।এই বিজ্ঞাপন কয়েক কিসিমের আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল embedded add, pop up add. এমনিতেই আমাদের দেশে নেটের স্পীড খুব একটা ভাল না। এর উপর যদি এইসব ফাও বিজ্ঞাপন দেখতে হয় তাহলে কিছুটা হলেও আপনার স্পীড loss হয়। আবার এইসব বিজ্ঞাপনের মধ্যে কিছু থাকে অশ্লীল।এইসব বিজ্ঞাপনের হাত থেকে রেহাই পাবার একটি সহজ রাস্তা হলো Privoxy, এটি আপনার ৯৮% বিজ্ঞাপন remove করতে পারে। সবচেয়ে বড় কথা হল এটি open source software. এর latest version হচ্ছে 3.0.16

ব্যবহারের নিয়মঃ
১। এই লিঙ্ক থেকে download করুন।
২। এরপর install নরমাল নিয়মেই।
৩। এরপর আপনি যে ব্রাউজার ব্যবহার করেন তাতে Proxy setting করুন
Proxy address: 127.0.0.1 Port: 8118

যেমন Mozilla তে Tools – Option – Advance – Network tab এ ক্লিক করন। তারপর setting এ কিল্ক করুন এবং নিচের ছবির মতন করে setting করে নিন। ব্যস হয়ে গেলো।

Mozilla Settings

Friday, April 2, 2010

Gmail Hacking

সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের জিমেইল হ্যাকিং সম্পর্কে ট্রিকস্ দিব। আমরা সকলেই জানি জিমেইল হ্যাক করা সোজা ব্যাপার নয়। কেবল মাত্র অতি দক্ষ্য হ্যাকার ছাড়া এটি সম্ভব নয়। তাই বর্তমান যে সকল জিমেইল আই.ডি হ্যাক হচ্ছে তা সবই কীলগার সফটওয়্যারের মাধ্যমে। তবে এই ট্রিকসটির মাধ্যমে কীলগার ছাড়াও কারও জিমেইল আই.ডি হ্যাক করা সম্ভব। এসব ট্রিকসটি দিয়ে আপনি একদিকে অন্যের উপকার অথবা আপকার করতে পারেন। সে চিন্তা আপনার বিবেকের কাছে রইলো। এই পৃথিবীর প্রতিটি বিষয়ের ভাল মন্দ দিক রয়েছে। একজন ডাক্তার চাকু দিয়ে যেমন রোগীকে সুস্থ করেন আবার অন্যদিকে একজন আপরাধী সেই চাকু দিয়ে অসৎ ভাবে মানুষের অপকার করে। এখানে কেবল মাত্র ব্যক্তির অবস্থান পরিবর্তন হয়েছে। তবে এ কথা সত্য যে অপরাধের বিচার একদিন হবেই, হোক সেটা ইহকালে বা পরকালে। আমার এই টিউটির উদ্দেশ্য আপনাদের উপকার করা, তবে কোন ভাবে যদি কেউ এর আপব্যবহার করে তবে ভবিষৎতে এর থেকে ১০০গুন উন্নত মানের হ্যাকিং টিউন আমি আর করবো না। যাক অনেক কথাই বলে ফেললাম এখন কাজের কথায় আসি…

__________________________________________________________________________________________________

gmail hack Gmail Hacking !!! (এই টিউনটি দ্বারা কেউ সামান্য ক্ষতিগ্রস্থ হলে টেকটিউনস নিঃদিধায় ডিলিট বা পাসওয়ার্ড প্রোটেক অথবা ডাউনলোড লিঙ্কটি বন্ধ করতে পারবেন।) | Techtunes

১। প্রথমে এখান থেকে Gmail Phisher টি ডাউনলোড করুন।

২।এর ভিতরে মোট তিনটি ফাইল, যথাক্রমেঃ

  1. gmail.html
  2. log.txt
  3. mail.php

৩। এখন এই তিনটি ফাইলকে যেকোন webhost সাইটে পাবলিস করেদিন। যেমনঃ

৪। এবার gmail.html নামক ফাইলটির লিঙ্ক আপনার কাঙ্খিত ব্যক্তির নিকট পাঠিয়ে দিন এবং তাকে লগিং করতে বলুন। তাকে লগিং করতে বাধ্য করবার জন্য নানা রকমের চাটু মূলক বা হতভম্ব হবার মতন অথবা উত্তেজনা মূলক কথা মেইলে লিখতে পারেন। তারপর কেবল আপেক্ষার পালা।

৫। যখন সে gmail.html এ তার জিমেইল আই ডি এবং পাসওয়ার্ড লিখতে তা সাথে সাথে “log.txt” নামে আপনার webhost সাইটে সেভ হবে।

 Gmail Hacking !!! (এই টিউনটি দ্বারা কেউ সামান্য ক্ষতিগ্রস্থ হলে টেকটিউনস নিঃদিধায় ডিলিট বা পাসওয়ার্ড প্রোটেক অথবা ডাউনলোড লিঙ্কটি বন্ধ করতে পারবেন।) | Techtunes

৬। এখন log.txt ফাইলটি ওপেন করে আপনার কাঙ্খিত ব্যক্তির জিমেইল আই ডি এবং পাসওয়ার্ড দেখতে পাবরেন।

 Gmail Hacking !!! (এই টিউনটি দ্বারা কেউ সামান্য ক্ষতিগ্রস্থ হলে টেকটিউনস নিঃদিধায় ডিলিট বা পাসওয়ার্ড প্রোটেক অথবা ডাউনলোড লিঙ্কটি বন্ধ করতে পারবেন।) | Techtunes

Thursday, March 18, 2010

ব্লগে ট্যাবভিত্তিক গেজেট ,উইজেট লাগানোর পদ্ধতি

Bangla Hacks Tabbed Widget-Gadget
আমার 'বাংলা হ্যাকস' ব্লগের ডানপাশের সাইডবারের উপরে একটি ট্যাবভিত্তিক গেজেটবক্স আছে। ব্লগার.কম ব্লগে ট্যাবড উইজেট (গেজেট) তৈরি করার পদ্ধতি জানতে চেয়ে একাধিক পাঠক আমাকে ইমেইল করেছেন। নিজস্ব হোস্টিং এর ওয়ার্ডপ্রেস ব্লগে এটা স্থাপন করার জন্য প্লাগইন আছে। কিন্তু ব্লগার.কম ব্লগে (ফ্রি অথবা হোস্টেড) এটা লাগানোর কোন সুবিধা নেই। কিন্তু এই সীমাবদ্ধতা আমরা নিজেরা একটু চেষ্টা করে দূর করতে পারি। এই ট্যাবভিত্তিক গেজেটবক্স ব্লগার.কম ব্লগে লাগানোর জন্য একাধিক কোড ব্লগের HTML অংশে স্থাপন করতে হয়। নতুন ব্লগারদের জন্য দুঃসাধ্য হতে পারে বিধায় আমি এতদিন এই কোডটি প্রকাশ করতে অনাগ্রহী ছিলাম। কিন্তু পাঠকদের উপর্যুপরি ইমেইল ও অনুরোধের প্রেক্ষিতে আমি পদ্ধতিটি সবিস্তারে বর্ণনা করলাম। আশা করি পদ্ধতিটি জটিলভাবে দেখবেন না। একটু সতর্ক হয়ে কাজ করলে আপনিও সফলভাবে এই ট্যাবড গেজেটটিকে নিজেদের ব্লগে স্থাপন করতে পারবেন।

এই ট্যাবভিত্তিক গেজেট স্থাপন করার নানারকম পদ্ধতি আছে। এর বেশিরভাগ এক্সটারনাল ফাইল সংযুক্ত করে করতে হয়। কিন্তু আমি যে কোডটি আপনাদেরকে দিচ্ছি, তার কোন এক্সটারনাল ফাইল লাগবে না। কোডের মধ্যেই যাবতীয় সমস্যার সমাধান করে দেয়া আছে। যদি এটা সফলভাবে স্থাপন করতে পারেন, তাহলে অন্যান্য পদ্ধতিও আরেকদিন আলোচনা করা যাবে।
There are many ways to add a tabbed gadget in blogger.com blog.
Blogger.com ব্লগে Tabbed Widget স্থাপন করার পদ্ধতিঃ

প্রথমে ব্লগার.কম এ গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। ড্যাসবোর্ড থেকে সরাসরি Layout > Edit HTML ট্যাবে চলে যান।

মোট পাঁচটি ধাপে ব্লগার.কম ব্লগে ট্যাবভিত্তিক উইজেট স্থাপন করতে হবে। প্রথম চারটি ধাপের কোড স্থাপন করাকালীন হুট করে SAVE করবেন না। একেবারে শেষে যখন বলবো ঠিক তখন সেভ করতে হবে।
This is the easiest method to add a tabbed widget gadget in blogger blog sidebar.
প্রথম ধাপঃ
HTML পাতার উপরের দিকে থাকা Variable definitions লেখার ঠিক নিচে নিম্নোক্ত কোডগুলো লিখে দিন।






Wednesday, February 17, 2010

competitive ad filter দিয়ে adsense earning বৃদ্ধি করুন

আমরা অনেকেই ভাবি শুধু সাইট ভিজিটর বাড়লেই adsense earning বাড়ে। কিন্তু কথাটা পুরোপুরি ঠিক নয়। কারন adsense এ অনেক ad আছে যেগুলোকে বলে mfa(made for adsense)। এই ধরনের ad গুলো adsense এ তাদের ad publish করে কিন্তু তারা low amount of dollar অফার করে (১ থেকে ১০ cents per click)এই কারনেই অনেকের click বেশি থাকলেও daily earning ১-১০ cents এর বেশি হয়না।
এখন প্রশ্ন উঠতে পারে এই ধরনের ad গুলো থেকে কিভাবে মুক্তি পাওা যাবে?
এটি করার জন্য একটি manual উপায় আছে। আপনার ওয়েবসাইট এ যান এবং ad গুলো ভিজিট করুন। যেসব ওয়েবসাইট এ গিয়ে দেখবেন যে ওয়েবসাইট এর নিজের ও Adsense বা অন্য কোন advertiser এর ad আছে তারা হল low amount ads. আবার যেইসব সাইট এ adsense বা অন্য advertiser এর ad নেই তারা হল high amount ads. কিন্তু এই উপায়ে না যাওাই ভাল। কারন এটা adsense এর term of services এর বিরোধী। কাজেই আপনাদের আমি যে বিষয়ের উপর বলতে চাই সেটা হল http://www.adsblacklist.com
এটা বেশ সহজ । ভিজিট করুন http://www.adsblacklist.com। এবং sign up করে আপনার url এবং keywords দিয়ে generate করুন।এরপর আপনি দেখবেন যে একটা লিস্ট দেখা যাচ্ছে যেইসব সাইট গুলো আপনার adsense competitive ad filter দিয়ে ব্লক করতে হবে
এখন adsense এ লগিন করুন। adsense setup option এ গিয়ে competitive ad filter option এ ক্লিক করুন। adblacklists.com theke প্রাপ্ত সাইট গুলোর url copy/paste করুন।save changes ক্লিক করুন।
এখন কেবল অপেক্ষার পালা। আপনার ওয়েবসাইট এ সব high amount ads show হবে।এবং আপনার earning বৃদ্ধির জন্য অপেক্ষা করুন।
এছাড়াও আপনার adsense earning বৃদ্ধির জন্য seo(search engine optimaization) জরুরী।এটা কিভাবে করতে হয় জানার জন্য ভিজিট করুন http://obinossor.blogspot.com/2009/08/seo-search-engine-optimaization-traffic.html
'বাংলা হ্যাকস' (Bangla Hacks) ব্লগের ডানপাশে নিচেরদিকে উপরের ছবিটির উপরের দিকে থাকা তীরের (Arrow) মতো কোন কিছু দেখা যাচ্ছে কি?। যদি কোন লম্বা লেখা (Long Post) পড়তে পড়তে ব্লগের নিচের দিকে চলে যান, তাহলে এটার উপরে ক্লিক (Click) করে দেখুন, একেবারে উপরে চলে আসবেন। এমন হতে পারে যে ব্লগের কোন একটি পোস্ট (Post) বেশ বড়, সেক্ষেত্রে অনেক নিচে নেমে যাবার পর কোন কোন পাঠক ব্লগের উপরের অংশে আর ফিরে আসেন না। তারা সরাসরি ব্লগ বন্ধ করে দেন। এই জাতীয় পাঠকদেরকে ব্লগে ধরে রাখার জন্য এই বোতামটি খুব উপকারী।

'উপরে ফিরে আসুন' বা 'মেনুতে ফিরে যান' (Go UP, Back to TOP) জাতীয় এই বোতামটি ব্লগার.কম (Blogger.com) এর ব্লগে স্থাপন করা খুব সহজ (Easy to Add)। সামান্য একটু কোড (HTML Code) ব্লগের খুব সহজে খুঁজে পাওয়া যায় এমন একটি জায়গায় স্থাপন করতে হবে। এজন্য Expand Widget Templates এর পাশে ক্লিক করতে হবে না।
  • ব্লগার.কম (Blogger.com) এ লগইন (Login) করুন।
  • Layout এর Edit HTML অংশে যান।
  • এইপাতার একেবারে শেষে/ নিচের অংশে লেখা রয়েছে

  • এই লেখাটির ঠিক উপরে (উপরের ছবিতে লাল তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে) নিচের কোডটি স্থাপন করুন। এই কোড একটি নতুন HTML/ JavaScript গেজেটেও স্থাপন করতে পারেন। অন্যকিছু রয়েছে তেমন HTML/JavaScript Gadget এর মধ্যেও কোডটুকু বসাতে পারবেন।

  • এবার সেভ (Save) করুন।
  • আপনার ব্লগে একটি 'উপরে যান' (Go up, Back to Top) বা 'মেনুতে ফিরে আসুন' ইত্যাদি নামের একটি সুবিধা স্থাপিত হয়ে গেছে।
  • কোডের http://sites.google.com/site/banglahacks/tools/bttp.jpeg অংশটি পাল্টিয়ে নিচের মনমতো ছবি স্থাপন করতে পারবেন। (আমার ব্লগের নীল রঙের উর্ধ্বমুখী তীরচিহ্নটির ডাইরেক্ট লিংক)
  • তীর চিহ্ন (Arrow sign) বা যে কোন কিছুর ছবি (Image) কোথাও আপলোড (Upload) করে {পোস্ট নং ০১ এবং পোস্ট নং ০২ একবার পড়ে নিতে পারেন} আপলোড করা ইমেজ ফাইলটির (Image File) ডাইরেক্ট লিংক (Direct Link) দিয়ে লাল রঙের বোল্ড (Bold) করা লাইনটি প্রতিস্থাপিত (Replace) করে সেভ (Save) করুন।