Wednesday, January 27, 2010

Google একটি বিশাল company আজ।তারা নানা ধরনের service দেয়।যেমন search engine,Google chrome,Adwards,Adsense ইত্যাদি।আজকে আমরা আলোচনা করব Google Adsense নিয়ে।
1.Google Adsense কি?
বিশ্বে নানা ধরনের ব্যবসার বিভিন্ন company আছে।আর company তার পন্যটি আপনার কাছে পরিচয় করে দেওয়ার জন্য ভিবিন্ন add প্রকাশ করে।Google তার Adwards program এর দ্বারা ওই company গুলুর কাছ থেকে add কিনে বিশ্বের বিভিন্ন ব্যক্তিগত মালিকানাধিন website এ প্রকাশ করে।আর এই প্রকাশ করার সুজুগ দেওয়ার জন্য
Google ঐ company গুলুর কাছ হতে যে টাকা পাবে তার একটা অংশ ব্যক্তিগত website এর মালিক কে দিবে।আর এই পুরা ব্যপারটাকে বলে Google Adsense .


2.আপনি কিবাভে টাকা কামাবেন এই Adsense থেকে?
Google ত চুক্তি নেওয়া সব add তার একটি site এ প্রকাশ করতে পারে না।তাই তারা ঐ add গুলু প্রকাশ করার জন্য আমাদের সুযোগ করে দেয়।এজন্য আমাদের একটি website থাকতে হবে।আপনি ইচ্ছা করলে একটি ভাল নামের web site কিনতে পারেন।সে জন্য আপনার ২০০০ টাকার মত খরচ পরবে।কিন্তু আমার পরামরশ হল প্রথমেই website না কিনে একটি free website নেন।এটা blogger থেকে নিতে পারেন।তার পর এখানে মানে আপনি যে website টি নিলেন তাতে আপনার পছন্দের যে কোন বিসয় নিয়ে ৪/৫ টা একেকটা ১৫/২০ লাইন এর article লিখেন। তার পর Google adsense এ আপনার এই site এ add প্রকাশ করার জন্য account open করেন।Google ৭২ ঘন্টার মাঝে আপান্র লেখা গুলু check করে আপনার site এ add প্রকাশ করার অনুমতি দিবে।Add গুলু অটোমেটিক Google থেকে আসবে।আপনি যে বিষয় নিয়ে লেখবেন সে বিশয়ের উপড় Add দিবে Google.এর পর visitor আপনার site এবং add গুলু visit করবে আর আপনার income বারবে।

3.আপনার এর পর কি কাজ?
ব্যাস... এর পর আপনার কাজ হল প্রতিদিন বা দুই তিন দিন পর পর ১/২ টা করে নুতুন article আপনার site এ লেখা এবং internet এর ভিবিন্ন জায়গায় যেমন fecebook,yahoo,link-info,likrefareel ইত্যাদিতে আপনার site এ যা যা আছে তা জানানো যাতে মানুষ সহজে আপনার site visit করে।

আপনি মনে হয় ভাবতেছেন যে আপনি কোন বিসয় নিয়ে লেখবেন।এটা কোন problem না।যে বিষয় ইচ্ছা আপনি লেখতে পারবেন শুদু একেবারে porno কিছু ছারা।আর লেখার জন্য আপনি বাজার থেকে ছোট ছোট magazine কিনে নিতে পারেন।fashion নিয়ে লেখলে fashion এর magazine কিনে নিন।খেলে নিয়ে লেখলে খেলার magazine কিনে নিন।২০/২৫ টাকা করে লাগবে।একটা magazine দিয়ে আপনি ২০/২৫ টা article লেখতে পারেন।সাথে picture বা video যোগ করে দয়ে পারেন যাতে visitor দের ভাল লাগে।


4.টাকা পাবেন কিভাবে?

প্রশ্ন হল Google এর কাছ হতে আপনি কিভাবে টাকা পাবেন?Adsense এ account করার সময় আপনি আপনার টাকা পাবার জন্য যে postal address use করবেন তাতে প্রতি মাসে Google আপনার এক মাসের income এর একটা check পাঠাবে।আপনি বাংলাদেশের যে কোন online bank থেকে ভাংগাতে পারবেন।সে জন্য bank অবশ্য Google এর কাছে সেই check পাঠিয়ে verification করে নিবে।Bank এর জন্য city bank বা dutch bangla bank এ account করতে পারেন।তবে bank account প্রথম চেক পাবার আগে যে কোন সময় কারা যাবে।Adsense এ account করার আগে bank account করতে হবে এমন কোন নিয়ম নাই।আর খেয়াল রাখবেন যে নামে Adsense এ account করবেন ঠিক সেই নামে bank account করবেন।কোন গরমিল হলে টাকা তুলা problem হয়।

5.কত সময় আপনার কাজ করতে হবে?

আমি মনে করি আপনি যদি এখানে দিন ৩/৪ ঘন্টা করে সময় দিতে পারেন তাহলেই যথেষ্ট।

6.কি পরিমান টাকা কামাতে পারবেন?

আপনি যদি ভেবে থাকেন মাসে ৫০/৬০ হাজার টাকা আপনার income করা দরকার তাহলে আমি বলব এটা আপনার জন্য না।আপ্নি এখান থেকে মাসে চলার মত ১০/১২ হাজার টাকা বা তার চেয়ে সামান্য কম বেশি পাবেন।তবে হা আপনি ৫০/৬০ হাজার না ৫/৬ লাখ টাকা মাসে এখান থেকে পাবেন যদি আপনার website প্রতিনিওত হাল নাগাদ করার জন্য দিন ৪/৫ জন লোক কাজ করে যেটা বাংলাদেশ এর bdjobs.com/bdnews24.com,
এরা পায়।কিন্তু আপনার মত যারা দিন একা একা ২/৩ ঘন্টা সময় দিব তাদের জন্য মাসে ১০/১২ হাজার টাকা easily কামানো সম্বভ।


7.income বাড়ানোর উপায়?
আপনি যাতে এখান থেকে তারাতারি income করতে এবং বারাতে চান সে জন্য আছে কিছু গোপন Tips.তবে internet এ ব্যাপারে আলোচনা করার চেয়ে আপনি আমাকে কল করতে পারেন 01915425413/01921010526. আমার নাম হল শাকির।আমি একান্তই দুঃখিত যে Google privacy police এর কারনে আমি এখানে তা আলোচনা করতে পারলাম না।

8.কি কি লাগবে?

খুব বেশি কিছু না।শুধু একটা computer,net line হলেই চলবে।Cybercafe তে করা যায় তবে তাতে আপনার পোষাবে না।Typing নিয়ে ভাবছেন?না Typing এর খুটি নাটি জানতে হবে না।একদম হাল্কা Typing ই হবে। আমার নিজের যে Typing তা দেখলে আপনি হাসবেন ।

আমার কথাঃ
আমি গত March 2009 এ এই কাজ টা একজনের কাছ হতে ৭০০ টাকা দিয়ে শিখেছিলাম।প্রথম মাসে আমার income ছিল 129.33$.আর আনতে খরছ পরেছিল 28$.তারপরেও আমার কাছে ছিল প্রায় ৭০০০ টাকা।গত দুই দিনে আমার account এ যোগ হয়েছে 9$.আর এজন্য গত দুই দিনে আমি কয় ঘন্টা সময় দিয়েছি জানেন?সব মিলে দুই দিনে ১ ঘন্টা হবে।income হচ্ছে কারন আমি ঘুমালেও বা pc না open করলেও সারা বিশ্বের মানুশ ভিবিন্ন সময় আমার সাইট এবং Add গুলু visit করছে সুতরাং income ও হচ্ছে।কে কখন বিশ্বের কন জায়গা থেকে আমার site এ visit করছে তা তো আমি জানি না।কিন্তু তাদের দ্বারা আমার site and add গুলু visit হয়ার কারনে আমি টাকা পাচ্ছি।সেটা আমার ঘুমন্ত অবস্তাতেও যদি তারা visit করে হবে বা আমার pc open থাকে অবস্থাতেও যদি তারা visit করে হবে।তবে আবার একদম লেখা লেখি করবেন না আর mlm company দের মত আপনার income বাড়বে তা ভাববেন না।কাজ করতে হবে তা কম আর বেশি।

আমার নিচের 1 টা site এ গিয়ে দেখে আসতে পারেন।
www.helpforsoftware.blogspot.com

এখানে যে ads by google এর উপরে বা নিচে যে link গুলু দেখবেন সেই গুলুই হল Google এর add

আমার সাথে যোগাযোগ করার ঠিকানাঃ
শাকির আহমেদ
শাহাবাগ,ঢাকা
01915425413/01921010526


বি. দ্র. আপনি ইছা করলে আমার কাছ হতে Google Adsense এ account open করা ,উন্নতমানের লেখা কিভাবে লেখা জায় ,captacha,data ,picture দিয়ে income সহ internet থেকে আয়ের অন্যান্য কৌশল শিখতে পারেন।সারা বাংলাদেশে যে কোন জায়গায় আমি আপনাকে কাজ শিখাতে ইচ্ছুক/না আপনার কাছে আমি কোন টাকা এর জন্ন নিব না।যদি আপনি ইচ্ছা করে যা দেন সেটা আপনার ব্যাপার।বলতে পারেন free কেন আপনি এত কিছু কেন অরবেন?সেটা জানার জন্য আপনি আমাকে কল দিতে পারেন বা sms করতে পারেন আমি আপনাকে কল করব।

আমি আবার ও বলছি যাদের ইচ্ছা একা একা কাজ করে এখান থেকে অনেক বেশি টাকা কামাবেন তারা আমাকে কল দিবেন না।অনেক বেশি টাকা কামানোর জন্য আপনি যান বড় বড় জায়গায় যারা অনেক অনেক বেশি income করে।আমি ভাই ১২/১৩ হাজার টাকা income করি আমি আপনাকে এরকম income এর সুযোগ করে দিতে পারি কিন্তু এর বেশি আমি পারব না।

No comments:

Post a Comment

'বাংলা হ্যাকস' (Bangla Hacks) ব্লগের ডানপাশে নিচেরদিকে উপরের ছবিটির উপরের দিকে থাকা তীরের (Arrow) মতো কোন কিছু দেখা যাচ্ছে কি?। যদি কোন লম্বা লেখা (Long Post) পড়তে পড়তে ব্লগের নিচের দিকে চলে যান, তাহলে এটার উপরে ক্লিক (Click) করে দেখুন, একেবারে উপরে চলে আসবেন। এমন হতে পারে যে ব্লগের কোন একটি পোস্ট (Post) বেশ বড়, সেক্ষেত্রে অনেক নিচে নেমে যাবার পর কোন কোন পাঠক ব্লগের উপরের অংশে আর ফিরে আসেন না। তারা সরাসরি ব্লগ বন্ধ করে দেন। এই জাতীয় পাঠকদেরকে ব্লগে ধরে রাখার জন্য এই বোতামটি খুব উপকারী।

'উপরে ফিরে আসুন' বা 'মেনুতে ফিরে যান' (Go UP, Back to TOP) জাতীয় এই বোতামটি ব্লগার.কম (Blogger.com) এর ব্লগে স্থাপন করা খুব সহজ (Easy to Add)। সামান্য একটু কোড (HTML Code) ব্লগের খুব সহজে খুঁজে পাওয়া যায় এমন একটি জায়গায় স্থাপন করতে হবে। এজন্য Expand Widget Templates এর পাশে ক্লিক করতে হবে না।
  • ব্লগার.কম (Blogger.com) এ লগইন (Login) করুন।
  • Layout এর Edit HTML অংশে যান।
  • এইপাতার একেবারে শেষে/ নিচের অংশে লেখা রয়েছে

  • এই লেখাটির ঠিক উপরে (উপরের ছবিতে লাল তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে) নিচের কোডটি স্থাপন করুন। এই কোড একটি নতুন HTML/ JavaScript গেজেটেও স্থাপন করতে পারেন। অন্যকিছু রয়েছে তেমন HTML/JavaScript Gadget এর মধ্যেও কোডটুকু বসাতে পারবেন।

  • এবার সেভ (Save) করুন।
  • আপনার ব্লগে একটি 'উপরে যান' (Go up, Back to Top) বা 'মেনুতে ফিরে আসুন' ইত্যাদি নামের একটি সুবিধা স্থাপিত হয়ে গেছে।
  • কোডের http://sites.google.com/site/banglahacks/tools/bttp.jpeg অংশটি পাল্টিয়ে নিচের মনমতো ছবি স্থাপন করতে পারবেন। (আমার ব্লগের নীল রঙের উর্ধ্বমুখী তীরচিহ্নটির ডাইরেক্ট লিংক)
  • তীর চিহ্ন (Arrow sign) বা যে কোন কিছুর ছবি (Image) কোথাও আপলোড (Upload) করে {পোস্ট নং ০১ এবং পোস্ট নং ০২ একবার পড়ে নিতে পারেন} আপলোড করা ইমেজ ফাইলটির (Image File) ডাইরেক্ট লিংক (Direct Link) দিয়ে লাল রঙের বোল্ড (Bold) করা লাইনটি প্রতিস্থাপিত (Replace) করে সেভ (Save) করুন।