Saturday, January 30, 2010

blog icon change

আপনাদের যাদের ব্লগ ব্যবহার করেন তারা , দেখেছেন যে কোন পোস্ট এর নিচে ওল্ডার পোস্ট লিঙ্ক, নিউয়ার পোস্ট লিঙ্ক এবং হোম লিঙ্ক (নিচে চিত্র ন্যায়) থাকে , যা দেখতে তেমন একটা ভাল লাগে না। আপনি ইচ্ছা করলেই আপনার পসন্দ মত আইকন এর সাথে যোগ করতে পারেন। যা আপনি খুব সহজে করতে পারেন। কিভাবে করবেন নিন্মে চিত্র সহ ধাপে ধাপে বর্ননা করা হল।

tt আপনার ব্লগ এর ওল্ডার পোস্ট লিঙ্ক, নিউয়ার পোস্ট লিঙ্ক এবং হোম লিঙ্ক এর বদলে আপনি ব্যবহার করতে পারেন আইকন(ব্লগার টিউটোরিয়াল ৬) | Techtunes

ttt1 আপনার ব্লগ এর ওল্ডার পোস্ট লিঙ্ক, নিউয়ার পোস্ট লিঙ্ক এবং হোম লিঙ্ক এর বদলে আপনি ব্যবহার করতে পারেন আইকন(ব্লগার টিউটোরিয়াল ৬) | Techtunes

১ম ধাপ

আপনি আপনার ব্লগ এ লগইন করুন । তারপর Layout > Edit HTML

t41 আপনার ব্লগ এর ওল্ডার পোস্ট লিঙ্ক, নিউয়ার পোস্ট লিঙ্ক এবং হোম লিঙ্ক এর বদলে আপনি ব্যবহার করতে পারেন আইকন(ব্লগার টিউটোরিয়াল ৬) | Techtunes

২য় ধাপ

এবার আপনি নিচে দেয়া কোড টি বেড় করুন। কোড টি খুঝে না পেলে মজিলা Edit > Find অপশন ব্যবহার করুন।

ttt আপনার ব্লগ এর ওল্ডার পোস্ট লিঙ্ক, নিউয়ার পোস্ট লিঙ্ক এবং হোম লিঙ্ক এর বদলে আপনি ব্যবহার করতে পারেন আইকন(ব্লগার টিউটোরিয়াল ৬) | Techtunes













৩য় ধাপ

কোড টি পেলে নিম্নে দেয়া HTML কোড গুলো কপি করেন , এবার যে কোড টি খুজে পেলেন তাতে যা লাল রঙ মার্ক করা আছে তার উপর পেস্ট করুন । ব্যস কাজ শেষ এবার টেমপ্লেট সেভ করুন।

নিউয়ার পোস্ট লিঙ্ক HTML কোডঃ- ’Next’URL of your icon file?imgmax=800′ title=’Next’/>

ওল্ডার পোস্ট লিঙ্ক HTML কোডঃ- ’previous’URL of your icon file?imgmax=800′ title=’previous’/>

হোম লিঙ্ক HTML কোডঃ- ’home’URL of your icon file?imgmax=800′ title=’home’/>

অথবা যে কোড টি খুজে পেলেন তাকে তা মুছে তার জায়গায় নিম্নের কোড পেস্ট করুন

৪র্থ ধাপ

এবার আপনার ৯৯% কাজ শেষ এখন সুধু আইকন বসানোর পালা । উপরে দেখুন যেখানে নিল রঙ এর মার্ক (URL of your icon file) করা আছে তা উপর আপনে আপনার আইকন ফাইল বসাথে হবে। আপনি ফোটসপ দিয়ে আপনার পসন্দ মত আইকন বানিয়ে নিতে পারে এখন সুধু যে কোন ইমেজ হোস্টিং সাইট ব্যবহার করে আপনার আইকন টি হোস্ট করে নিন ব্যস কাজ শেষ । এবার আপনার আইকন লিঙ্ক টি নিল রঙ এর মার্ক (URL of your icon file) করা আছে তা উপর বসিয়ে দিন। আপনারা নিমে আইকন লিঙ্ক গুলো দিয়ে চেস্টা করে দেখতে পারেন।

নিউয়ার পোস্ট আইকন লিঙ্ক :- https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhz_GWI-_KAtyScA6FYqmizpW-32-0brMjzPLB1k-yw2PWx67g2VktBJvCwr1lZkgGE6X_K49Tw5b28x6AoSR6Bg9fwp4yLziXMf-gS7xUGT5QS2ppRVYKK21o2XwA8-PhUXj-XKE18kEU/?imgmax=800

ওল্ডার পোস্ট আইকন লিঙ্ক :- https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIkCmOhLa-Yxlk_zEswbynhZm4UARo5EoeXqL-T8uhCzyJup-aHdqIXeVXX-Pj5PQOpwZTD3DccYURVMzyVwBnNkU_o701Z32wWZzGahqVOrc1TVfT5QeHZdHCb6O0S086kaYjJa7ShU0/?imgmax=800

হোম আইকন লিঙ্ক :- https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoLZQ8vQwTsKDgEk0heWZ8o6IKp18SxNDufJOw-IkLwoZAOxqpv2TOEN6mzaa2ujeMBOhzobGikzpCLOCHdMq4wk-PYhiXls3r6H-bJykLhoqKg1FsoPclTRbf4tLfkp58Lk7zZwnr2cw/?imgmax=800

ব্যস কাজ শেষ এবার টেমপেলেট সেভ করুন ।

No comments:

Post a Comment

'বাংলা হ্যাকস' (Bangla Hacks) ব্লগের ডানপাশে নিচেরদিকে উপরের ছবিটির উপরের দিকে থাকা তীরের (Arrow) মতো কোন কিছু দেখা যাচ্ছে কি?। যদি কোন লম্বা লেখা (Long Post) পড়তে পড়তে ব্লগের নিচের দিকে চলে যান, তাহলে এটার উপরে ক্লিক (Click) করে দেখুন, একেবারে উপরে চলে আসবেন। এমন হতে পারে যে ব্লগের কোন একটি পোস্ট (Post) বেশ বড়, সেক্ষেত্রে অনেক নিচে নেমে যাবার পর কোন কোন পাঠক ব্লগের উপরের অংশে আর ফিরে আসেন না। তারা সরাসরি ব্লগ বন্ধ করে দেন। এই জাতীয় পাঠকদেরকে ব্লগে ধরে রাখার জন্য এই বোতামটি খুব উপকারী।

'উপরে ফিরে আসুন' বা 'মেনুতে ফিরে যান' (Go UP, Back to TOP) জাতীয় এই বোতামটি ব্লগার.কম (Blogger.com) এর ব্লগে স্থাপন করা খুব সহজ (Easy to Add)। সামান্য একটু কোড (HTML Code) ব্লগের খুব সহজে খুঁজে পাওয়া যায় এমন একটি জায়গায় স্থাপন করতে হবে। এজন্য Expand Widget Templates এর পাশে ক্লিক করতে হবে না।
  • ব্লগার.কম (Blogger.com) এ লগইন (Login) করুন।
  • Layout এর Edit HTML অংশে যান।
  • এইপাতার একেবারে শেষে/ নিচের অংশে লেখা রয়েছে

  • এই লেখাটির ঠিক উপরে (উপরের ছবিতে লাল তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে) নিচের কোডটি স্থাপন করুন। এই কোড একটি নতুন HTML/ JavaScript গেজেটেও স্থাপন করতে পারেন। অন্যকিছু রয়েছে তেমন HTML/JavaScript Gadget এর মধ্যেও কোডটুকু বসাতে পারবেন।

  • এবার সেভ (Save) করুন।
  • আপনার ব্লগে একটি 'উপরে যান' (Go up, Back to Top) বা 'মেনুতে ফিরে আসুন' ইত্যাদি নামের একটি সুবিধা স্থাপিত হয়ে গেছে।
  • কোডের http://sites.google.com/site/banglahacks/tools/bttp.jpeg অংশটি পাল্টিয়ে নিচের মনমতো ছবি স্থাপন করতে পারবেন। (আমার ব্লগের নীল রঙের উর্ধ্বমুখী তীরচিহ্নটির ডাইরেক্ট লিংক)
  • তীর চিহ্ন (Arrow sign) বা যে কোন কিছুর ছবি (Image) কোথাও আপলোড (Upload) করে {পোস্ট নং ০১ এবং পোস্ট নং ০২ একবার পড়ে নিতে পারেন} আপলোড করা ইমেজ ফাইলটির (Image File) ডাইরেক্ট লিংক (Direct Link) দিয়ে লাল রঙের বোল্ড (Bold) করা লাইনটি প্রতিস্থাপিত (Replace) করে সেভ (Save) করুন।